আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড় ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যন্ড ব্যন্ড’ সহ নানা স্লোগান দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র জনতা।
ব্লকেড ও অবস্থান কর্মসূচিতে বলা হয়, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার উপরে অন্যায় অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তারা আরও বলেন, আওয়ামী লীগকে কখনো মনে হয়নি এটা বাংলাদেশের কোনো দল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছি আর উঠে যাব না, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ না হয়। তাদের এই দেশে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।
খুলনা গেজেট/এএজে