খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, তৃণমুল আওয়ামী লীগ সু-সংগঠিত হলে দল আরও শক্তিশালী হবে। সবার সমষ্টিগত চেষ্টায় আগামী ১২ জুনের অনুষ্ঠিতব্য খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুস্থ্য ধারার রাজনীতি চালু করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোন বিকল্প নেই।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় জেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারির সঞ্চালনায় আলোচনায় অন্যান্যদেও মাঝে অংশ নেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড.ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশীদী সুকর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট।
আরো উপস্থিত ছিলেন সদস্য ননী গোপাল মন্ডল, খান নজরুল ইসলাম, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান।
সভায় কেসিসি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় জেলার আওতাধীন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অচিরেই গঠন করার স্বার্থে ইউনিয়ন সম্মেলন বাস্তবায়ন পূর্বক নেতৃবৃন্দদের অবিলম্বে জেলায় যোগাযোগ করার নির্দেশনা প্রদান করা হয়।
খুলনা গেজেট/কেডি