‘মাথায় উত্তপ্ত রোদ, নিচে পিচঢালা পথ, মাঠে আওয়ামী লীগের অত্যাচার—সব রুখে দিয়েই এই সরকারে পতন ঘটাতে হবে,’ এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজার মোড়ে দলের কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘সরকারের সময় শেষ হয়ে গেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। সে জন্য সরকার উল্টাপাল্টা আচরণ করছে। সারা বিশ্ববাসী আজ এই সরকারের ওপর বিরক্ত, দেশবাসী এই সরকারের ওপর বিরক্ত, আমরাও এই সরকারের ওপর বিরক্ত। সুতরাং এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না।’
মির্জা আব্বাস বলেন, ‘এই পদযাত্রা প্রমাণ করবে, এই সরকারকে বিএনপির কোনো নেতা-কর্মী ভয় পায় না। এই সরকারকে বিএনপির নেতা-কর্মীরা ইতিমধ্যে পরাস্ত করে ফেলেছে। তারা জেল খেটে প্রমাণ করেছে, জেলকে ভয় পায় না। পদযাত্রা করে প্রমাণ করেছে, রাজপথ আমাদের দখলে আছে।’
রাজধানীর বাঙলা কলেজ এলাকাসহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আজ পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের প্রতি হুঁশিয়ারি জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় পদযাত্রায় হামলা করা হয়েছে। এই হামলা আমরা আর সহ্য করব না। আর যদি হামলা হয়, ইনশা আল্লাহ আমরা তার পাল্টা জবাব দেব। কাউকে ছাড়া হবে না।’
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাবতলী থেকে বিভিন্ন এলাকায় হয়ে সন্ধ্যা পৌনে সাতটায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়। গাবতলী থেকে মিরপুরের টেকনিক্যাল হয়ে মিরপুর ১ নম্বর, ১০ নম্বর, কাজী পাড়া-শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, এফডিসি হয়ে মগবাজার পর্যন্ত পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মগবাজার থেকে মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, টিকাটুলি, দয়াগঞ্জ হয়ে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করে মহানগর দক্ষিণ বিএনপি।
মগবাজার মোড়ে একটি খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন মির্জা আব্বাস। এতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রকিবুল ইসলাম, নাসিরউদ্দিন অসীম, কাজী আবুল বাশার, হাবিবুর রশীদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।
খুলনা গেজেট/ বিএম শহিদ