যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে নানা ঘটনায় সমালোচিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর আহসান হাবিব। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ বিভাগের অতিরিক্ত সচিব শ্রীকান্ত কুমার চন্দ প্রজ্ঞাপনে বলেছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর আহসান হাবিবকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
এর আগে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমীর হোসেন ও সচিব এএমএইচ আলী আর রেজাকে তাদের দায়িত্ব থেকে ওএসডি করা হয়েছে। শিক্ষাবোর্ডের সাত কোটির অধিক টাকার চেক জালিয়াতি কান্ডে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে।
খুলনা গেজেট/এএ