খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

আয় কমল ডানকির, প্রভাসের কাছে ধরাশায়ী শাহরুখ

বিনোদন ডেস্ক

ভারতের সিনে ইন্ডাস্ট্রিগুলোর সবচেয়ে বড় মহারণ হিসেবেই ধরা হয়েছিল ‘ডানকি’ ও ‘সালার’-এর মুখোমুখি লড়াইকে। একদিকে শাহরুখ-হিরানির জাদুকরী জুটি, অপরদিকে প্রশান্ত নীল-প্রভাসের অ্যাকশন প্যাকড জুটি। সব মিলিয়ে বছরের সবচেয়ে প্রত্যাশিত দুটি চলচ্চিত্র মুক্তি পায় একই সময়ে। তবে যতটা যুদ্ধের আন্দাজ করা হচ্ছিল, ততটা যুদ্ধের দামামা বাজেনি।

বরং শুরুতেই প্রভাসের কাছে ধরাশায়ী বলিউড বাদশাহ শাহরুখ খান!
শাহরুখ খানের সর্বশেষ চলচ্চিত্র ‘ডানকি’ দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে এখনো পর্যন্ত লড়াই করে চলেছে বলা যায়। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘ডানকি’ দ্বিতীয় দিন ২০ কোটি রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিন প্রায় ৩০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে ভারতে সিনেমাটির আয় প্রায় ৫০ কোটি রুপি।

প্রথম দিন বিশ্বব্যাপী আয় করেছে ৫৮ কোটি। তবে দ্বিতীয় দিনে আয় হ্রাস পেয়েছে ‘ডানকি’র।

বিপরীতে মুক্তির প্রথম দিনই ১৭৫ কোটির পাহাড়সমান আয় করে বক্স অফিসের রেকর্ড ভেঙেচুরে একাকার করে দিয়েছেন প্রভাস। তাঁর ‘সালার পার্ট: ১-সিজফায়ার’ ২২ ডিসেম্বর মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী এই আয় করেছে।

ভারতের সিনেমাটির প্রথম দিনের আয় ৯৫ কোটির মতো। দ্বিতীয় দিনও অগ্রিম বুকিং চমৎকার সিনেমাটির। বাণিজ্য বিশ্লেকদের মতে, দ্বিতীয় দিনও বিশ্বব্যাপী ১৩০ কোটির ওপরে আয় করবে ‘সালার’। প্রথম সপ্তাহান্তেই পার হয়ে যাবে ৪০০ কোটির ল্যান্ডমার্ক।

এদিকে আয়ের নিরিখে অনেক পিছিয়ে থাকলেও ‘ডানকি’ দর্শকদের মন জয় করেছে।

সিনেমাটির গল্প ও নির্মাণে সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে শাহরুখের ‘ডানকি’। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান―এমনটাই রব উঠেছে চারপাশে।

রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন।

অন্যদিকে প্রভাসের ‘সালার’ ব্যাপক অ্যাকশন প্যাকড হওয়ায় মাস অডিয়েন্সের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এর গল্পকে অনেকটাই দুর্বল আখ্যা করছেন দর্শক-সমালোচকরা। যদিও সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসবে। তবে এসব হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ নয় যখন বক্স অফিসের নিয়ন্ত্রণ নিজের দখলে রাখে কেউ। প্রভাস আপাতত বক্স অফিসের চালকের আসনে বসেছেন। তাই দীর্ঘদিন ধরে চলে আসা শাহরুখ-প্রভাসের মহারণটা অনেকটাই একতরফা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!