আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বড় রান করতে পারেননি, এই ম্যাচে পারলেন সেটা। স্কোরবোর্ডে এনে দিলেন লড়াই করার মতো পুঁজি। তবুও এই লক্ষ্যকে সহজ বানিয়ে দিল শ্রেয়াস আয়ার ঝড়। তার ব্যাটে চড়ে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত।
ধর্মশালায় টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা ও দানুস্কা গুনাতিলাকা। ৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৩৮ রান করে গুনাতিলাকা ফিরলে এই জুটি ভেঙে যায়।
এরপর দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে শ্রীলঙ্কা। ১১ চারে ৫৩ বলে ৭৫ রান করে ভুবনেশ্বরের বলে বোল্ড আউট হয়ে যান নিশাঙ্কাও। এরপর দলকে এগিয়ে নেন অধিনায়ক দাসুন শানাকা।
২ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, ইউজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ সবাই একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ভারতের পক্ষে হাল ধরতে পারেননি দুই ওপেনারের কেউই। ২ বলে ১ রান করে রোহিত শর্মা ও ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরত যান ঈষাণ কিষাণ।
এরপর দলের হাল ধরেন আয়ার। ৬ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৭৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৭ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৪৫ রানের ঝড় তুলেন জাদেজাও। ১৭ বল আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।