খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
  এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন
  জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার
  চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া

‌দেবহাটা ছাত্রদল আহবায়ককে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্ব-পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুররুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজে ছাত্রদলের কমিটি নির্ধারণে ভোট হয়। ভোটে সভাপতি পদে রাকিব হোসেন ও ইমারন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬২ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে রাকিব ৮৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়। কিন্তু ফলাফল ঘোষনার পর সন্দেহ হলে সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন টীমের কাছে ভোট পুনারায় গণনার আবেদন করে। পরে পুনঃ গণনা শেষে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পান এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে সভাপতি প্রার্থী রাকিবও পুনরায় তার ভোট গণনার আবেদন জানালেও টীমের সদস্যরা সেটি গ্রহণ করেননি।

একপর্যায়ে ইমরান ফরহাদ বিষয়টি পুনবিবেচনার আবেদন জানালে টীমের নেতৃবৃন্দ খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলেন। এঘটনার পর কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ বা সতর্ক ছাড়াই ইমরান ফরহাদকে অব্যাহতি দিয়ে পত্র পাঠায়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপন্থি।

নুররুজ্জামান আরো বলেন, নির্বাচনে ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও জনসম্মুখে পুনরায় ভোট গণনার দাবি জানানোর কারণে ইমরান ফরহাদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়। আমরা যতদূর জেনেছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রকৃত বিষয়টি অবগত নন। অবগত থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় এধরনের সিদ্ধান্ত নিতেন না। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে প্রকৃতঘটনা আড়াল করে ইমরান ফরহাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে বিভাগীয় টীম। প্রকৃত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের নেতা ন্যায় বিচার পান এবং স্ব-পদে ফিরে আবারো দলের হাল ধরে দেনহাটা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ইমরান ফরহাদ দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ মামলার আসামী। বারবার কারাবরণকারি। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্যাতিত। এধরনের একজন নেতাকে কোন প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরহাদ এর মত ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিতে দল ক্ষতিগ্রস্থ হবে। ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে। তিনি অবিলম্বে উপজেলার ত্যাগী নেতা ইমরান ফরহাদকে পুনরায় স্বপদে বহাল করার জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, রাকিবুল, অসাদুল, কবিরুল, মিলন, রাকিব, তারিবা মনোয়ার, মুছা করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!