খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৬

গেজেট ডেস্ক

ঢাকার অদূরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বাসায় আগুনে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে, তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ মে) ভোর ৫টার দিকে পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ুনের সেমিপাকা একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- স্থানীয় জেন্টার পার্ক নামে পোশাক তৈরি কারখানার অপারেটর রেনু বেগম (২৮), স্বামী প্যান্ট কারখানার শ্রমিক আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে মাদ্রাসাশিক্ষার্থী আরফিয়া (৯), ঢাকা ইপিজেডের সুইং অপারেটর আদুরী খাতুন (৩০) ও তার স্বামী ঢাকা নতুন ইপিজেডের ফিনিশিং আইরন ম্যান আ. হাকিম (৩৫) এবং জেন্টাল পার্কের টাইম কিপার আফরোজা বেগম (৪০)।

দগ্ধ আদুরী খাতুন জানান, স্বামীসহ তিনি ওই বাসায় সাড়ে ৩ বছর ধরে ভাড়া থাকেন। তাদের একমাত্র ছেলে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থাকে। সেমিপাকা ওই বাড়িটিতে ১০টা রুমে থাকা সব ভাড়াটিয়াই ওই এলাকার বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কাজ করে। রাতে সবাই বাসায় ঘুমিয়েছিলেন। তিনি রান্নার জন্য ভোরে ঘুম থেকে ওঠেন। এরপর বাথরুমে গেলে তখন বাসায় বিস্ফোরণের শব্দ শুনতে পান। বাথরুম থেকে বের হতে হতে তিনিও দগ্ধ হন।

কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে মঙ্গলবার থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তিনি। সেই গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে তাদের ধারণা।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সবারই হাত মুখসহ শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!