খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বসম্মত অনাস্থা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে সর্ব সম্মত অনাস্থা প্রস্তাব গৃৃহীত হয়েছে।

আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিন সুলতানা ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর উপস্থিতিতে বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুল্যা ইউনিয়ন পরিষদের ১২জন ইউপি সদস্য ও মহিলা সদস্যগণ সকলেই ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করেন। তদপ্রেক্ষিতে উক্ত আইনের ৩৯ (৫) ধারা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) এই বিশেষ সভা আহবান করেন।

সভায় সকল ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত লিখিত ও মৌখিক প্রস্তাব রাখেন। ফলে সভায় সর্বসম্মত ভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।

প্রসঙ্গতঃ উপজলার কুল্যা ইউপি’র একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের মৃত্যুতে পদটি শুন্য হলে ২০১৯ সালে জুলাই মাসে উপ-নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী নির্বাচিত হন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন। এ সকল কর্মকান্ডে স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যগণ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি অশ্রাব্য ভাষায় তাদেরকে গালিগালাজ করাসহ বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে আসছিলেন।

ফলে ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য একযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দুর্নীতির ফিরিস্থি তুলে ধরে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সাহিন সুলতানার আহবানে তার উপস্থিতিতে বিশেষ সভায় ভোটা-ভোটির প্রয়োজনীয় না হওয়ায় অনাস্থা প্রস্তাবটি প্রাথমিকভাবে গৃহিত হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!