সাতক্ষীরার আশাশুনিতে রাশেদ সরদার ওরফে রাজা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুই আসামি হলো, সাতক্ষীরার আশাশুনি উপজেলার ডুমুরপোতা গ্রামের আজহারুল ইসলাম সরদারের ছেলে মো. রমিজুল ইসলাম (২৭) ও একই গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে মো. ইমরান সরদার (৩২)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজ সংলগ্ন ঘেরের বাসা থেকে মোঃ রাশেদ সরদার রাজার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের প্রতিবেদনে দেখা যায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাজা’র মা লিপি খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ টিএ