সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের বাসা থেকে গলায় দড়ি দেয়া অবস্থায় রাজা সরদার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাজা সরদার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজা বাড়ি থেকে বের হয় ঘের চৌকি দেয়ার জন্য। কিন্তু শুক্রবার সকাল পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় রাজার বড় ভাই বাদশা তাকে ডাকতে গিয়ে দেখে ঘেরের বাসার দরজার সামনে মাটিতে তার (রাজার) মরদেহ পড়ে আছে। এসময় তার গলায় একটি দড়ি বাঁধা ছিল।
তবে মৃতের ভাই বাদশা জানান, তার ভাই হত্যার শিকার হয়েছে বলে মনে করেন তিনি ও তার পরিবার। তারা দ্রুত যথাযথ তদন্ত সাপেক্ষে রাজার মৃতের প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের বাসার সামনে একটি মরদেহ পড়ে রয়েছে। মৃতের গলায় একটি রশি পেচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এনএম