খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে
  মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির
  আজ সব ব্যাংকে লেনদেন বন্ধ

আল মুহিত হিফজখানা-এতিমখানা ও নূরানী মাদ্রাসার দৃষ্টান্ত

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার হাড়িখালী এলাকার দানবীর মো. গোলাম মোস্তফা তার মৃত ছেলে আল মুহিতের নামে ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ-মাদ্রাসা নির্মান ও উন্নয়নের জন্য বারাসাত ইউনিয়নে ১৩টি মসজিদ, ২টি মাদ্রাসা নির্মান করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বারাসাত ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আল মুহিত হিফজখানা-এতিমখানা ও নূরানী মাদ্রাসার পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বারাসাত ইউনিয়নের ৮০টি মসজিদের প্রতিটিকে আর্থিক সহায়তা, ২০২৫ সালে পাশকৃত উপজেলার ২৩টি মাদ্রাসার ১০৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ি, জায়নামাজ, কম্বল, খাবার, আর্থিক সহায়তা ও সংবর্ধনা দিয়েছেন। বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আল মুহিত হেফজখানা ও নূরানী মাদ্রাসার সভাপতি কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজগুন্নি শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মওলানা মুফতি আব্দুর রহিম জামালী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুছল্লি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!