সংলাপ বর্জন করা আট নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আবার আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ২৩ মার্চ বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। তবে পরদিন সংবাদ সম্মেলনে ইসির সে আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপি। এ সময় ইসির পক্ষ থেকে লিখিতভাবে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয়।
বিএনপি জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক চিঠিতে উল্লেখ করা হয়েছিল। তবে বিএনপি আলোচনা বা চিঠির উত্তর দেওয়া দুটো বিষয় নাকচ করে দেয়।
এ সময় সংলাপ বর্জন করা বাকি দলগুলোকেও চিঠি দেওয়ার কথা জানায় ইসি। তারই ধারাবাহিকতায় ৮টি দলকে চিঠি পাঠানো হলো।
আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল ইসি। বিএনপিসহ নয় রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল।
খুলনা গেজেট/কেডি