ফেডারেশন কাপের ফাইনালে মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। এরপর ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর শুরু হয় খেলা। নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয় সমতায়। পরবর্তীতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ম্যাচ আর মাঠে গড়ায়নি। আলোক স্বল্পতার কারণে রেফারি ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। তার আগে ১০৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফয়সাল আহমেদ ফাহিমকে।
আবাহনী-কিংসের ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। দর্শকরাও পুরো গ্যালারি বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন। তবে শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন রেফারি।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বসুন্ধরা কিংস। চতুর্থ মিনিটেই ফ্রি-কিক পেয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে ফ্রি- কিক নেন সাদ উদ্দিন। একটুর জন্য পোস্ট ঘেষে বেরিয়ে যায় তার শট। তার দুই মিনিট পরেই লিড নেয় বসুন্ধরা কিংস। সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান বসুন্ধরার আর্জেন্টাইন খেলোয়াড় লেসকানো।
১৫তম মিনিটেই খেলা জমিয়ে তুলে আবাহনী। বসুন্ধরার সাবেক খেলোয়াড় ইব্রাহিম আনন্দে ভাসাস আকাশী-নীল জার্সিধারীদের। বসুন্ধরার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন এমেকা। তার বাড়ানো বল পোস্টের সামনে থেকে আলতো টোকায় জালে জড়ান ইব্রাহিম।
ম্যাচের ৩৮ মিনিটে বাকবিতণ্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। ডাগআউট থেকে বেরিয়ে আসে দুই দলের খেলোয়াড়েরা। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। ৪টি হলুদ কার্ড দেখেন দুই দলের খেলোয়াড়েরা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে গোল করতে পারেিন কোনো দল। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর সবে মাত্র মাঠে নেমেছে দুই দল, রোদ ছাপিয়ে আকাশ ভরে গেল কালো মেঘে। পর মুহূর্তেই শুরু হলো বৃষ্টি। এরপর সে কি ঝড়, তারপর খেলা বন্ধ থাকে প্রায় এক ঘন্টারও বেশি সময়।
বৃষ্টি থেমে গেলে আবারও রোদের হাসি। মাঠ থেকে পানি নিষ্কাশন করার পর মাঠে নামে দুই দল। শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা কিংস। শেষ দিকে দুলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। গোলের সুযোগ তৈরি করেছিল দুই দলই। তবে শেষ পর্যন্ত ১-১ সমতাতেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস।
এরপর আলোকস্বল্পতার কারণে ম্যাচ রেফারি স্থগিত করা হয়। দেশের ফুটবল ইতিহাসে এটি নতুন ঘটনা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ্ব শেষে খেলা স্থগিত। পরবর্তী দিনে ১৫ মিনিটের মাঝে খেলা মীমাংসা না হলে টাইব্রেকার থেকে বিজয়ী নির্ধারিত হবে। পরবর্তী সময়ে কখন ম্যাচটি অনুষ্ঠিত হবে তা পেশাদার লিগ কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।
খুলনা গেজেট/ টিএ