খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

আলোকিত জীবনের ভাবনা

আবদুস সালাম খান পাঠান

নীলাভ সমুদ্রের অশান্ত-তরঙ্গের মতো ধাবমান
জীবনের গতিপথ। শুধু খুঁজে বেড়াই আলোকিত পথ, এ ধরায়,
ব্যতিব্যস্ত জীবন মানবের কর্মকোলাহলে পাহাড়সম-
আকাঙ্ক্ষায় নদীমোহনায় সমুদ্র সৈকতে প্রবালগুলো
ভাসমান। জোয়ার ভাটায় জীবনের অচেনাপথ
-কুল হারায়।
পৃথিবীর মায়াকুঞ্জে অনাবিল সুখ খুঁজে সবাই আজীবন।
ইতিহাসের পাতায় মানব সভ্যতার নিদর্শন খুঁজে,
মিশরের পিরামিডের মমি, পাথরের আস্তরণ -, দৃষ্টান্ত
-যেখানে, স্বর্ণমালা, স্মৃতিসৌধ অলংকরণ, বিলাস –
-বহুল আড়ম্বর জীবন। দৃপ্ত শপথ বর্ষপঞ্জী হালখাতা
একদিন নিঃশেষ হয় পৃথিবীতে বসবাস, কভু, ক্ষনে
অন্ধকার ঘিরে জীবনের-বিষাদ। মনের অজান্তে,
ভাবনাগুলো ভেসে বেড়ায় পাহাড়ি ঝর্ণার কলস্রোতে।
-বাঁধভাঙা জোয়ারে, বন্যার পানিতে শস্যফসল, ডুবে,
যায়, ঘরবাড়ী গাছপালা তলিয়ে যায়। বাংলার নরম
মাটির মসৃনে আমার সবুজাভ ভালোবাসা মায়ের
মমতায় বুকেতে জড়িয়ে থাকে, স্নিগ্ধ শীতলতায়।
অনেক জ্ঞান অন্বেষা, বাসনা মাঝে, স্রষ্টার মহিমা যে
কতো-। সাগরের সূর্যাস্তলে রঙিন কিরণে সুন্দর আভায়।
দিবস রজনী-উপাসনায় সালাতের প্রার্থনায়,
-আসমানী কিতাবের জ্ঞানে, জীবন
নির্মল, ধন্য-সুখে, – এ আলোকিত জীবন, সুন্দর সুষমায়।

 

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!