নগরীর ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে মহানগর আওয়ামী লীগ। গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম তার সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জন্য ক্ষমা চেয়ে আবেদন করলে সর্বসম্মতিক্রমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে ভবিষ্যতে সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী পরিপন্থী কোন কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহ্মেদ, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর গাউসুল আযম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন।