বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে তার কমিটি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে।
সূত্র : বিবিসি
খুলনা গেজেট/এমএম