খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান

আ’লীগের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের অভ্যন্তরে সকল ধরনের ভেদাভেদ ভূলে অগ্মিকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে পুনরায় নৌকার বিজয়ের মালা পরাতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিরোধী গোষ্ঠী দলের মধ্য নানাবিধ ষড়যন্ত্র সৃষ্টি করতে পারে। ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে সকলকে একত্রিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন এলেই বিএনপি সরকার বিরোধী অপশক্তি প্রয়োগের মধ্য দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ না করে পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেয়। কিন্তু বর্হিবিশ্বের কাছে দেশের সুনাম নষ্ট করার লক্ষ্যে কুৎসা রটানোর প্রক্রিয়া অব্যাহত রাখে।

রোববার (৩ জুলাই) বিকালে রূপসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন, মোল্যা আরিফুর রহমান,মোর্শেদুল আলম বাবু, আকতার ফারুক, এসএম হাবিব,চঞ্চল মিত্র, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা সেলিম মোল্যা,শ,ম জাহাঙ্গীর, আঃ গফুর খান, রবিউল ইসলাম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোস্তাক,চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল,ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ সরদার মিজানুর রহমান,বিনয় কৃষ্ণ হালদার,আল মামুন সরকার,প্রভাষক ওয়াহিদুজ্জামান, ফরিদ শেখ,নাসির হোসেন সজল,রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু,আঃ মান্নান,বাদশা মিয়া,আব্দুর গফফার,রবিউল ইসলাম,খায়রুজ্জামান সজল,সোনাথ ধর,ফ,ম ওহিদুল ইসলাম,আঃ জব্বার,নিজাম উদ্দীন, ছাত্রনেতা আরিফুর ইসলাম কাজল,নাজমুল হুদা অন্জন প্রমূখ।

এরপূর্বে এমপি সালাম মূর্শেদী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পূর্ব রূপসায় মাঝিদের মধ্য ঈদ সামগ্রী ও অর্থ বিতরন করেন এবং রূপসা উপজেলা উপজেলা প্রশাসন আয়োজিত অসুস্থ ব্যক্তিদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন। এর আগে বৃক্ষরোপণও করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!