জাতীয়তাবাদী দল-বিএনপি’র খুলনা মহানগর শাখার সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ এদেশের হিন্দু সম্প্রদায়কে পৈত্রিক সম্পত্তি মনে করে ইচ্ছামত শোষণ করেছে। বিগত ১৭ বছর সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি জবর দখল, লুটপাট ও নির্যাতনে আওয়ামী লীগ বিশ্বরেকর্ড করেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ্যাড. শফিকুল আলম মনা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে প্রত্যেক বাংলাদেশীকে নিজস্ব সক্রিয়তা দান করেছিলেন। বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করি, সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। সম্প্রতি একটি ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠি হিন্দুদের নিয়ে নতুন তামাশার রাজনীতি শুরু করেছে। যারা এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন, যারা ধর্মীয় নিরপেক্ষতায় বিশ্বাস করে না-তারাই আবার হিন্দু কমিটি করে নতুন খেলা শুরু করেছেন। প্রত্যেক সনাতনী ভাই-বোনদের সচেতন থাকতে হবে, যেনো পতিত আওয়ামী লীগের মতো করে কোনো ধান্দাবাজ ফের হিন্দু কার্ড খেলতে না পারে। বাংলাদেশের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি-সৌহার্দ্য ইচ্ছা করলেই নষ্ট করতে পারবে না। এবার শত চেষ্টা করেও ষড়যন্ত্রকারীরা এই সৌহার্দ্য এবং ঐক্য বিনষ্ট করতে পারেনি। আমাদের (বিএনপি) অঙ্গীকার আছে, আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম-গোত্র-বর্ণনির্বিশেষে। আমাদের নেতা তারেক রহমান সে কথাই বিশ্বাস করেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন। ডা. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত সঞ্চালনা করেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দীপক কুমার সরদার, বাবু ব্রজেন ঢালী, সুজানা জলি, কৌশল্যা রায়, বিমান সাহা, সুজিত সাহা, বিজয় ঘোষ, রতন মিত্র, অরুণ গোলদার, এ্যাড. সত্য নারায়ন সাহা, রমেন রায়, আংশুপতি মন্ডল, প্রভাষক সুজিত মন্ডল, নির্মলেন্দু মন্ডল, তপন ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, গৌরঙ্গ বিশ্বাস, কলিঙ্গ রাজ মন্ডল, প্রভাষক নিলোৎপল মন্ডল, দেবদাস বিশ্বাস, প্রভাষ চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ গোলদার, রাজু দাস, বীরেশ্বর মন্ডল, ফারিয়া পিংকি, তুষার স্বর্ণকার, গৌর বিশ্বাস, প্রীতিকলা, অজয় সিংহ রায়, বিপ্লব সেন ও অভিজিৎ সরকার প্রমুখ।