খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

আ’লীগের পাচারের টাকায় ১০টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব : আলাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার কিচ্ছু নেই। এ সরকার লুটপাটের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ সরকার আমলে যে টাকা বিদেশে পাচার হয়েছে তা দিয়ে ১০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তিনি বলেন, বিএনপি নাশকতা করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে অযথা নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হচ্ছে। কিন্তু এ কাজে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। জনগনকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

যশোর জেলা বিএনপির আয়োজনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়া, মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ এসব বলেন।

বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ এখন ছায়া আতঙ্কের মধ্যে রয়েছে। ঘুমের ঘোরে তারা এখন বিএনপির ছায়া দেখতে পাচ্ছে। এখানে নাশকতা হচ্ছে, সেখানে নাশকতা হচ্ছে এ চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির জেলা ও বিভিন্ন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু।

বিক্ষোভ সমাবেশ শেষে শহরে মিছিল বের হয়। বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়র প্রদক্ষিণ করে ফের বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরের লালদীঘি পাড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। শহরের বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এএসপি সাইফুল ইসলাম নিজে সবাবেশস্থলে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!