খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত গ্রেপ্তার

‘আলহামদুলিল্লাহ’ খোলসা করলেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার বিষয়টি খোলসা করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। খুলনা গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই শহরে ৪৮ বছর বিএনপির রাজনীতি করেছি। সেই ছাত্র জীবন থেকেই আমার যাত্রা শুরু। আমি এই শহরে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে দুইবার নেতৃত্ব দিয়েছি। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের দ্বায়িত্বে ছিলাম। তখন আমাদের নেতৃত্বেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। আমরা হচ্ছি শত পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনৈতিক কর্মী। এই শহরে বিএনপিকে সবসময় স্বচ্ছতা ও সুনামের জায়গায় রেখেছি। ব্যক্তিগত জীবনে অর্থ আয়-উপার্জনের জন্য নিজেদেরকে নষ্ট করিনি. দলকেও নষ্ট করিনি। একাধিকবার নির্বাচন করেছি, আওয়ামী দু:শাসনের মধ্যে ২০০৮ সালে মঈনুদ্দীন-ফখরুদ্দীনের ষড়যন্ত্রের সেই নির্বাচনে বাংলাদেশের ৩০টি আসনের মধ্যে এই শহরে একমাত্র প্রার্থী হিসেবে জিতেছিলাম। জনগণের কাছে আমাদের পরিচয়ই হচ্ছে সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী। একাধিক নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। একজন বিজয়ী প্রার্থী হিসেবে, আন্দোলন সংগ্রামে একজন সৎ-নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করে দল কর্তৃক মূল্যায়িত হবো এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।

ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার বিষয় নজরুল ইসলাম মঞ্জু বলেন, ফেসবুকে লিখেছি, আমি যে খোঁজ-খবর পাচ্ছি তার ভিত্তিতেই আমি লিখেছি। দল একটি সঠিক মূল্যায়নের জায়গায় আমাকে রেখেছে। খুব তাড়াতাড়ি এ সম্পর্কে আরও তথ্য দিব বলে আমি ফেসবুকে উল্লেখ করেছি। আমি আশাবাদি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুয়ার খুলেছেন, তিনি সঠিক দুয়ারটা খুলেছেন। তিনি জানেন বাংলাদেশের রাজনীতিতে কি করতে হবে এবং সব তথ্যই নিয়ে রেখেছেন, এসেই সেগুলো তিনি বাস্তবায়ন করবেন-এ ধরনের খবর আমরা পেয়েছি। নতুন বাংলাদেশের জন্য নতুন তারেক রহমান তৈরি হচ্ছে এবং যিনি এসে বাংলাদেশে নতুনভাবে যাত্রা শুরু করবেন এই জাতিকে নিয়ে। সেই খবরের অপেক্ষায় আমরা আছি। যার জন্য আমি লিখেছি- ‘আলহামদুলিল্লাহ’, রাজনীতি, নেতৃত্ব ও মনোনয়ন সবকিছু মিলিয়ে তিনি সঠিক সিদ্ধান্তের জায়গায় যাচ্ছেন।

তিনি আরও বলেন, জনগন আমাকে কাছ থেকে দেখে। আমি প্যানা-পোস্টার ছাপি না, প্যানা-পোস্টার লাগাই না। ওটা আমার প্রয়োজন নেই, আমি তো তাদের সামনেই আছি। তারা ওই জানাযায় দেখে, শোকে দেখে, বিজয়ে দেখে, আন্দোলনে দেখে এবং পুলিশের সঙ্গে আন্দোলনে যে ধরনের পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা আমরা করেছি, জনগন দেখেছে আমরা বিএনপির কর্মসূচি পালনে সবসময় রাজপথে ছিলাম, কখনো পালিয়ে যায়নি। জেলখানায় গিয়েছি, আবার এসে রাজপথে কর্মীদের নিয়ে সাহসিকতার সাথে দু:শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছি। মোকাবেলা করেছি আওয়ামী ফ্যাসিস্টদের। জনগন জানে আমরা কতোখানি পরীক্ষিত, ত্যাগি রাজনৈতিক নেতা। জনগন মূল্যায়ন করবে এবং বিগত দিন জনগন মূল্যায়ন করেছে। মেয়র নির্বাচন করেছি, ভোট ডাকাতির পরেও আমি রাজপথে ছিলাম। জনগনকে নিয়ে ভোটযুদ্ধ করেছি, আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে কথা বলেছি। জনগনের সামনে বিশ্ববাসীর সামনে ফ্যাসিসদেরকে তুলে ধরেছি। এ জন্য সাহসী মানুষ হিসেবে, জনপ্রিয় দলের একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে।

মঞ্জু বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে, আমাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে। আমি খুলনা মহানগর বিএনপির সভাপতি ছিলাম ১০ বছর, আমি সেক্রেটারি ছিলাম ১৮ বছর। তারপরে আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম। সবসময় দল আমাকে মূল্যায়িত করেছে, আমাকে ৩টা নির্বাচনে মনোনয়ন দিয়েছে এবং দল সবসময় চেয়েছে নজরুল ইসলাম মঞ্জু সামনে এগিয়ে আসুক। জনগনের জনপ্রিয় নেতা হিসেবেই দল সবসময় আমাকে মূল্যায়ন করেছে। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্নেহ দিয়ে আমাদের লালন-পালন করেছেন, আমাদের রাজনৈতি শিখিয়েছেন। আমাদের সাহসী বানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানেন আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। দূর থেকে হলেও তিনি খবর রাখেন, সব খবর আছে। আমরা আশাবাদি তিনি সঠিক মূল্যায়নটা করবেন। জনগন চায় যেটি সেটি তিনি করবেন এবং আমরা আশাবাদি সঠিকভাবে মূল্যায়িত হবো।

খুলনা গেজেট/মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!