দেশের রাজনৈতিক অঙ্গনে নানা মতাদর্শেও মেরুকরণের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অদ্ভূত একটি মিথস্ক্রিয়া দেখা যায়। আলট্রা লেফট (অতি বামপন্থি) ও আলট্রা রাইট (অতি ডানপন্থি) সময়ে সময়ে এক হয়ে যায়।’
এ সময় সরকারপ্রধান কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতিবিদের নাম উল্লেখ না করে আরও বলেন, ‘আমরা বিশৃঙ্খল ও বিধস্ত একটি দেশকে বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এটি ধরে রাখতে হবে। কাজেই বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, যারা দেশটাকে দুর্নীতির একটি আখড়ায় পরিণত করেছিল। তারা আমাদের উন্নয়নকে মেনে নিতে পারেনি।’
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তাঁর পাশে বসা ছিলেন তাঁর বোন শেখ রেহানা।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকদের হয়রানি নিয়ে সরকার যে সমালোচিত, সেটা নিয়ে আপনার মন্তব্য কী?
এর জবাবে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আমাদের পালন করতে হবে, কারণ এই ডিজিটাল পদ্ধতির মধ্য দিয়ে আমাদের দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ যেন বিপথে যেতে না পারে। কোনোরকম অসামাজিক কার্যকলাপ বা জঙ্গিবাদ বা অন্য কোনো ধরনের কাজের সঙ্গে জড়িত হতে না পারে, সে জন্য ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে কর্তব্য। যাতে করে এমন কোনো কাজ করতে না পারে, যা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, কারও মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করা, সেটাও কাম্য নয়। কেউ অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে!
জেলখানায় চার জাতীয় নেতা হত্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে রকম কোনো ঘটনা তো ঘটেনি এখনো। যারা সে হত্যাকন্ড ঘটিয়েছিল, তাদের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা চ্যানেলে প্রচারিত তথ্যচিত্র সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, আমাকে যারা হত্যা করতে চেয়েছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরাকারবারি, দুর্নীতির আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতি মানবে কিভাবে? তাদের তো চেষ্টা থাকবেই দেশের বদনাম করার।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কোন চ্যানেল কি বললো, সেটা আমার রাজনীতি না। আমার রাজনীতি মানুষের জন্য কাজ করা।’
খুলনা গেজেট/ টি আই