খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

আর্সেনালের কাছে হেরে রেকর্ড হাতছাড়া হলো লিভারপুলের

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই রেকর্ড ১০২ পয়েন্ট হতো লিভারপুলের। যা হতো প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। কিন্তু বুধবার (১৫ জুলাই) রাতে আর্সেনালের কাছে ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নরা সেই রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছে। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৯৯ এর বেশি হবে না।
২০১৭-১৮ মৌসুমে ম্যানসিটি ৩৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছিল ১০০ পয়েন্ট। সেটা ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল জার্গেন ক্লপের শিষ্যদের সামনে। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি সালাহ-ফিরমিনোরা।
অবশ্য শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর থেকেই ছন্দে নেই অলডেররা। চ্যাম্পিয়নশিপ ঘরে তোলার পরের ম্যাচেই তারা ম্যানচেস্টার সিটির কাছে উড়ে গিয়েছিল ৪-০ গোলে। এরপর দুই ম্যাচ জিতলেও বার্নলির সঙ্গে ড্র করে ১-১ গোলে। আর বুধবার রাতে আর্সেনালের কাছে হেরেছে ২-১ গোলে। সবশেষ ২০১৫ সালে আর্সেনালের কাছে হেরেছিল লিভারপুল। ৫ বছর পর আবার হারলো তারা।
৩৬ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে আর্সেনাল রয়েছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। সমান ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৯৩ পয়েন্ট।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!