আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরইমধ্যে, সামরিক-বেসামরিক ২৩ জনের মৃত্যুর কথা জানা গেছে; আহত শতাধিক। গতকাল রবিবার, আজারবাইজানের হামলায় কমপক্ষে ১৬ আর্মেনীয় বিদ্রোহী সেনা মারা গেছেন। এছাড়া, সীমান্তবর্তী এলাকায় প্রাণ হারান দুই বেসামরিক আর্মেনীয়। অন্যদিকে, আজারবাইজানে বোমা হামলায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে।
মূলত, বির্তকিত ‘নাগোরনো-কারাবাখ’ পার্বত্য এলাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। সম্প্রতি, সেখানেই দু’দেশের সেনারা সংঘাতে জড়ালে জারি করা হয় মার্শাল ল। পরস্পরের প্রতি আন্তর্জাতিক বিধিমালা লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।
অবশ্য, আঞ্চলিক বিরোধে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ-যুক্তরাষ্ট্রসহ অন্যরা। শিগগিরই লড়াই থামানোর আহ্বান দেশগুলোর। মধ্যস্থতায় ইচ্ছুক ইরান ও তুরস্ক।
খুলনা গেজেট/এআইএন