খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

আর্জেন্টিনায় বিজয় উৎসব গড়াল কুরুক্ষেত্রে

আন্তর্জাতিক ডেস্ক

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। প্রবল আকাঙ্খিত সোনালি ট্রফি হাতে মেসি-দি মারিয়াদের সংবর্ধনা দিতে রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় বুধবার ঢল নামে আর্জেন্টাইনদের। তবে আয়োজনটি শেষ হয়েছে বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণের সময় এক ভক্তের মৃত্যু হয়েছে। কোমায় চলে গেছে ৫ বছরের এক মেসিভক্ত।

আলবিসেলেস্তেরা রোববার পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর তাদের প্রথম বিশ্বকাপ জেতে। তারপর ভক্তদের ট্রফিটি দেখানোর জন্য একটি ছাদ খোলা বাসে রাস্তায় নেমে জয় উদযাপন করে তারা। মঙ্গলবার ভোরে আর্জেন্টিনা দল বাড়ি ফেরে।

বিজয়ী দলকে স্বাগত জানাতে রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে আসেন ৫০ লাখেরও বেশি মানুষ। তবে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বাস শোভাযাত্রা স্থগিত করে মেসিরা হেলিকপ্টারে করে যাত্রা শেষ করে।

বুয়েনস আইরেস পুলিশ জানায়, উঁচু ছাদ থেকে ঝাঁপ দেওয়ার একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফার্নান্দেজ হাসপাতালে মাথায় আঘাত নিয়ে ২৪ বছর বয়সী একজন মারা গেছেন।

পুলিশ বলছে, ওই তরুণ বিশ্বকাপ জয় উদযাপন করছিলেন। তার পায়ের নিচে থাকা প্লেট ভেঙে যাওয়ার তিনি মাটিতে পড়ে যান। প্লাজা সান মার্টিনের এ ঘটনার কিছু পর মাথায় গুরুতর আঘাত পেয়ে পাঁচ বছরের একটি শিশু কোমায় চলে গেছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, উদযাপনের সময় একটি স্মৃতিস্তম্ভ থেকে মার্বেলের টুকরো শিশুটির মাথায় আঘাত হানে। পাঁচ বছরের শিশুটি এখন নিবিড় পরিচর্যায় রয়েছে।

এ সময় কিছু উগ্র ভক্ত পুলিশকে লক্ষ্য করে বোতল এবং পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কিছু সময় পুলিশ সদস্যরা সেখানে জিম্মি হয়ে পড়েন। এই অবস্থায় ২৩৫ ফুট উঁচু ওবেলিস্ক মনুমেন্টের ওপরে থাকা ভক্তদের নামানোর চেষ্টা করেছিল দমকলকর্মীরা। ওবেলিস্কে ঘিরে তখন সেখানে অবস্থান করছিল অন্তত ৩০ লাখ মানুষ।

প্রাথমিক প্রতিবেদনে পুলিশ দাবি করেছে, ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হামলায় পুলিশের ৮ কর্মকর্তা আহত হয়েছেন। গ্রেপ্তার এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিদেশি সাংবাদিকরাও লাইভ রিপোর্ট সম্প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে পড়েন। দুই ভক্ত মেসিদের বাসে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে প্যারেড বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ঝাঁপ দেয়া দুই ব্যক্তির একজন বাসে ছাদে নামতে পেরেছিলেন। অন্যজন বাসের গায়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। পরে আর্জেন্টিনা নৌবাহিনীর হেলিকপ্টারে করে ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে চলে যান মেসি-দি মারিয়ারা।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!