খেলাপ্রেমীদের জন্য অসাধারণ একটা দিন পার হলো। প্রথমে ছিল ব্রাজিলের সঙ্গে ছিল ক্রোয়েশিয়ার খেলা। তারপর হলো আর্জেন্টিনার বনাম নেদারল্যান্ডসের ম্যাচ।
প্রথম ম্যাচে ব্রাজিল-ক্রোয়েশিয়ার শ্বাসরুদ্ধকর ম্যাচ গড়ালো টাইব্রেকারে। কিন্তু ব্রাজিল ভক্তদের মন ভেঙে দিয়ে টাইব্রেকারে ব্রাজিলকে পরাস্ত করলো ক্রোয়েশিয়া।
এরপর ছিল আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচ। এই ম্যাচেও নাটকিয়তায় ভরপুর। মেসিবাহিনী দুই গোল দিয়ে জেতার আশা জাগালেও। সেটি ভেঙে চুরমার করে নেদারল্যান্ডস। দুটি গোল দিয়ে ৯০ মিনিটের খেলা অতিরিক্ত সময় পার করে টাইব্রেকারে গড়ায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে এ যাত্রা জিতেই সেমিতে ওঠে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল ও আর্জেন্টিনার দলের সমর্থকই বেশি আমাদের দেশে। দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও রাজ দম্পতি এই দুই দলের সমর্থক। পরী আর্জেন্টিনা সমর্থন করে আর রাজ করে ব্রাজিল। কাতার বিশ্বকাপে পরীর আর্জেন্টিনাকে সমর্থন ছিল চোখে পড়ার মতো। ফেসবুকে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে পোস্ট দেখেই বোঝা যায় তার একপেশে সমর্থনের কথা
গেল রাতে ব্রাজিলের হারের পর পরী ফেসবুকে পোস্ট করে জানান দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো প্রমিস।’ এরপর জুড়ে দেন লাভ ইমোজি।
খুলনা গেজেট/ এসজেড