খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আরও ২ বছর লিভারপুলেই থাকছেন সালাহ

ক্রীড়া প্রতিবেদক

মৌসুম শেষে মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। ফ্রি এজেন্টে সালাহ ক্লাব ছাড়ছেন কিনা, কোথায় যাচ্ছেন, নাকি চুক্তি নবায়ন হবে এসব নিয়ে মৌসুম জুড়ে নানান গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে মিশরীয় তারকা সালাহ ঘোষণা দিলেন, তিনি লিভারপুলেই থাকছেন।

লিভারপুলের ওয়েবসাইটে ৩২ বছর বয়সী এই বাঁ-পায়ের উইঙ্গার বলেন, ‘এটা অসাধারণ মুহূর্ত। আমি অ্যানফিল্ডে ৮ বছর হলো খেলছি। এটা সম্ভবত ১০ বছর হতে চলেছে। এখানে আমি জীবন ও ফুটবল উপভোগ করছি।’

সালাহর বার্তাতে পরিষ্কার, অল রেডসদের সঙ্গে তিনি দুই বছরের চুক্তি নবায়ন করছেন। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকতে রাজি হয়েছেন তিনি। সালাহ রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন।

চুক্তি নবায়ন করে খুশি বলেও জানিয়েছেন সালাহ, ‘ভক্তদের উদ্দেশ্যে বলবো, এখানে থাকতে পেরে আমি খুব খুবই খুশি। আমি এখানে চুক্তি করেছিলাম, কারণ বিশ্বাস ছিল আমরা অনেক শিরোপা জিতবো। আপনাদের সমর্থন থাকলে ভবিষ্যতে আরও শিরোপা আসবে এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে আছেন তারা। মৌসুম শেষে সালাহ, ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ডের লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল। এর মধ্যে সালাহর মতো ফন ডাইকও রেডস শিবিরে থেকে যাচ্ছেন বলে খবর। তবে ফ্রি এজেন্টে অ্যানফিল্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন অরনাল্ড।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!