যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান? বাংলাদেশ দল ঢাকা ছাড়ার আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। অবশেষে, সেই প্রশ্নের উত্তর দিলেন সাকিব নিজেই। জানালেন, আগামী বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার ব্যাপারে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সবার সাক্ষাৎকারই ‘দ্য গ্রিন স্টোরি’ শিরোনামে প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার (৩১ মে) প্রকাশ করেছে সাকিবের সাক্ষাৎকার। যেখানে নিজের ভবিষ্যৎ ও বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের মতামত জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার।
নিজের ভবিষ্যতের প্রশ্নের সাকিব উত্তর, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’
২০০৭ সাল থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তখন থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে প্রতিটিতেই খেলেছেন সাকিব। শুধুমাত্র তিনি ও ভারতের রোহিত শর্মার আছে এই কীর্তি। বিশ্বকাপের নবম আসর শুরু হতে যাচ্ছে। বাংলাদেশি তারকা গিয়েছেন তার নবম আসর খেলতে। তার ইচ্ছা এবার দেশকে রঙিন কিছু উপহার দেওয়ার। মাঠে সেই প্রতিফলন দেখা যায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা!
খুলনা গেজেট/এনএম