খুলনা, বাংলাদেশ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  আশুলিয়ায় মরদেহ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
  সিন্ডিকেট সভা : কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে # প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে রাত্রিযাপন শিক্ষার্থীদের

আযম খান কমার্স কলেজের শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গেজেট ডেস্ক

ছাত্রনেতা মুহাম্মদ তারেক রহমানের উপর যৌথবাহিনীর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে কমার্স কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২ টায় কলেজ গেটে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেয় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই সরকারের প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় যন্ত্র। এরই অংশ হিসাবে তারেকের উপরে হামলা। কিন্তু এই ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে তারা কিছু বুঝতে দেবে না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা এই স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে।

বক্তারা আরো বলেন, যৌথবাহিনী তারেকের উপর ৪ এপ্রিল নির্যাতন চালিয়েছে। তখন এক পুলিশ সদস্য বলছিলেন, ‘৫ আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস। এখন আমরা মারব, আ’লীগ মারবে, বিএনপিও মারবে।’

এ সময়ে অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দলোন খুলনা মহানগরের যুগ্ন আহবায়ক জুবায়ের হাসান রাকিব, যুগ্ন সদস্য সচিব তাসহিক আহমেদ, যুগ্ন সদস্য সচিব মুনতাসীর বিল্লাহ, যুগ্ন-সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্রআন্দলোন, আযম খান কমার্স কলেজের সংগঠক মনির হোসাইন, সংগঠন আযম খান কমার্স কলেজ মুজাহিদুল ইসলাম পান্না ও সংগঠন আযম খান কমার্স কলেজ জুবায়ের মাহমুদ রায়হান ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!