খুলনা, বাংলাদেশ | ২৭ মাঘ, ১৪৩১ | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী, তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহবান মির্জা ফখরুলের
  আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সন্ধ্যায় খোলা হচ্ছে কেন্দ্রীয় কমান্ড সেন্টার: প্রেস সচিব

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুসহ প্রাণ গেল চারজনের

গেজেট ডেস্ক

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার বিকেলের দিকে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চক কাপাসিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্তা খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সমিরা বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় হতাহতরা একটি বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলেয়া বেগম ও মুক্তা খাতুন মারা যান। আহত অপর চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোহান ও পরশ।’

ইউএনও আরও বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!