আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রায় তিনশ’ পরিবারের মাঝে ৩য় ধাপে ত্রাণ ও ৫০ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
শনিবার কয়রার উত্তর বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত উত্তর বেদকাশি ইউনিয়ন ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পানিবন্দি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এবার আমরা ৩য় ধাপে ত্রাণ বিতরণ করছি। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।’
খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘কয়রাবাসির পাশে বিএনপি সবসময় থাকবে।’ তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে আমীর এজাজ খান, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ- সভাপতি মোল্লা খায়রুল আলম, জেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক আবু হোসেন বাবু , কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ হাসান, যুগ্ন আহবায়ক শেখ আব্দুর রশিদ, আবু সাইদ বিশ্বাস,যুবদল নেতা আকবর হোসেন, মাসুদ পারভেজ, ছাত্রদল নেতা রায়হান, ডাবলু, লিটন, আম্মার হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এনএম