খুলনা, বাংলাদেশ | ১৮ ফাল্গুন, ১৪৩১ | ৩ মার্চ, ২০২৫

Breaking News

  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

আমি খুব ছোট : হিমি

বিনোদন ডেস্ক

শোবিজের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি হিমি অভিনয় করেছেন ‘ফ্যামিলি প্রবলেম’ নামের একটি ধারাবাহিক নাটকে। এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ।

‘সিএমভি স্ক্রিন’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার শুরু হবে এটির। এছাড়া ‘চেরাগের দৈত্য’ শিরোনামের একটি একক নাটকেও অভিনয় করেছেন হিমি। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান।

কাজের ফাঁকে হিমির সঙ্গে কথা হয় সাংবাদিকদের। ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় পান? এমন প্রশ্নের উত্তরে হিমি বলেন, ‘আগে সময় পেতাম। এখন আসলে নিজের জন্য সময় পাচ্ছি না। ওয়েব সিরিজ, সিরিয়াল, একক নাটকে কাজ করছি। একেকটা থেকে একেকটা আলাদা। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হয়। সেই জায়গা থেকে নিজেকে একদমই সময় দিতে পারছি না। যার জন্য আমাকে প্যারাও খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, আশা করি আগামী মাসে সময় পাব, তখন হয়তো পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে। এর আগের সাক্ষাৎকারে হিমি জানিয়েছিলেন, লম্বা বলে কেনো ছেলে তার সঙ্গে প্রেম করার সাহস পায় না।

এত দিন পর প্রেমের জন্য কাউকে পাওয়া গেল? জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমার আসলে সময় খুব কম। আমার গ্র্যাজুয়েশন চলছে, তার পাশাপাশি জবে ঢুকেছি। সবকিছু মিলে ওরকমভাবে সময় পাচ্ছি না। তবে সবদিক ঠিকঠাক থাকলে প্রেমের চ্যাপ্টারে সময় দেব। যদি কোনো সময় কাউকে ভালো লাগে তাহলে।

বিয়ে নিয়ে আপাতত পরিকল্পনা নেই জানিয়ে হিমি বলেন, আমি মাত্র গ্র্যাজুয়েশন করছি। খুবই ছোট আমি, যদিও লম্বা হওয়ার কারণে অনেকে বড় মনে করেন। এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!