খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

আমি খুবই হতাশ, জিম্বাবুয়ের কাছে হার আশা করিনি : সুজন

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হারকে ‘অসম্মানজনক’ বলে মনে করেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। দলের পারফরম্যান্সে তিনি হতাশ।

হারারেতে শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ম্যাচে ১৭ রানে হারে, দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের জয় নিয়ে সিরিজে ফিরে। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যর্থ হয় তারা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১১টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে বাংলাদেশ দল।

এ ব্যাপারে ক্রিকবাজকে খালেদ মাহমুদ বলেন, ‘আমি খুবই হতাশ, জিম্বাবুয়ের কাছে হার আশা করিনি। আমরা তাদের চেয়ে ভালো দল। আমি এটাকে অপমান বলব। আমি কোনো অজুহাত দেব না। আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা উচিত ছিল।’

বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘যখন আমাদের প্রতি ওভারে ১০ বা ১২ রানের প্রয়োজন ছিল, তখন আমরা প্রতি ওভারে ছয় বা সাত পাচ্ছিলাম। কেউ একটি ছক্কা মারারও চেষ্টা করেনি। সবাই এক-দুইয়ের জন্য খেলছিল। এটা কী ছিল? তারা চেষ্টা করার মতো ব্যাটিং করেছিল।’

হারের কারণ ব্যাখা করে খালেদ মাহমুদ বলেন, ‘আপনি যখন ১৫৭ রান তাড়া করছেন, তখন আপনি ৯০ বা ১১০ স্ট্রাইক-রেটে ব্যাট করে একটি খেলা জিততে পারবেন না। কাউকে বোলিংয়ের পিছনে যেতে হবে। তাদের (বার্ল এবং জংওয়ে) স্ট্রাইক-রেট দেখুন। লিটন দাস প্রতিদিন স্কোর করবে আশা করা যায় না। আফিফ হোক বা শান্ত, কাউকে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখিনি। ছক্কার জন্য শর্ট বল টানতে না পারলে সমস্যা হবে।’

খেলোয়াড়রা রান না পাওয়ায় হতাশ হয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘সবাই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। সেরা খেলোয়াড়রা যদি পারফর্ম না করে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তারা বেশ কিছুদিন ধরেই সুযোগ পাচ্ছে। জায়গার জন্য খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি তাদের সেভাবে খেলতে দেখিনি।’

বাংলাদেশ ৫ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, পরের দুটি ম্যাচ হবে ৭ ও ১০ আগস্ট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!