মা পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ,
মা ছাড়া বিশ্ব ভূবন স্তব্ধ।
মা জননী নাইরে যাহার, ত্রিভুবন আঁধার তাহার।
মায়ের মত আপন কেহ নাইরে, মা কে ছেড়ে কোথায় সুখ পাইরে?
সুখ যে মায়ের আঁচল ছোঁয়া, পরম রত্ন মায়ের দোয়া।
দোয়ার চেয়ে মহা ঔষধ আর কোথা পাইরে,
তাই তো মায়ের পদতলে বেহেশত খুঁজে পাইরে।
মা দশমাস দশ দিন ধরে গর্ভেধারণ করেন,
আহার নিদ্রা ত্যাগ করে সন্তান পালন করেন।
রোগে শোকে সবার আগে মাকে পাশে পাইরে,
তারপরও কেন সেই মায়ের বৃদ্ধাশ্রমে ঠাঁই রে?
দশটি সন্তান লালন করেও ক্লান্ত হোন না মা,
আর একটি মা কে দশ সন্তানে দেখতে পারে না?
বৃদ্ধকালে মায়ের জন্য সেই মমতাই রেখো,
যে মমতায় মা রেখেছেন শিশুকালে তোমায়,
তুমি তেমন করেই মাকে শেষ বয়সে দেখো।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
সেই সকালে তুমি মাগো মাথার মনি হবে।
তোমার আসন সবার শীর্ষে তুমি মা গো মা,
তোমায় ছাড়া বিশ্ব ভূবণ সকলই বৃথা।
সিনিয়র শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর খুলনা।