আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে খুলনার কয়রায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় কয়রা প্রেসক্লাবের উদ্যোগে কয়রা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিয়াজুল আকবর, শিক্ষক বিল্লাল হোসেন, আইনজীবী আনিসুজ্জামান, সাংবাদিক জি এম মোনায়েম বিল্লাহ, এনটিভির কয়রা প্রতিনিধি তরিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, আমার দেশের কয়রা উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান শাহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রক্ত ঝরিয়েছিলেন। দেশ যখন বিপন্ন তখন তিনি লেখনির মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন অকুতোবয়ভাবে। অবিলম্বে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
খুলনা গেজেট/এএজে