জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন জাকের আলী। তবে ৩৪ বলে ৬৮ রানও জেতাতে পারেনি বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৩ রানে হারে টাইগাররা। এর দিন তিনেক আগেই বিপিএলের ফাইনালে কুমিল্লার হয়ে খেলা জাকের হারেন ফরচুন বরিশালের বিপক্ষে। তাই জাতীয় দলের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগতো জাকেরের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সব সময়ই বেদনার। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না।
কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।’
মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটির পরিকল্পনা নিয়ে জাকের বলেন, ‘দুজনেরই এ রকম পরিকল্পনা ছিল। রিয়াদ ভাই সুযোগ নিচ্ছিলেন, তখন আমারও পরিকল্পনা ছিল এক ওভারে কীভাবে ১০-১২ রান বের করা যায়। রিয়াদ ভাই থাকলেও আমি আমার ভূমিকাটা এ রকমই রাখতাম। উনি চলে যাওয়ার পর আমি গিয়ার পরিবর্তন করিনি।’
খুলনা গেজেট/ এএজে