বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমাদের প্রথম বিশেষত্ব আমাদের শাসকরা সৎ হবে, দুর্নীতিবাজ হবেনা, যা মুখে বলবে কাজে তাই করবে, লুটপাট করবে না, ইনসাফ করবে। একটা টাকা আত্মসাৎ করবে না, সুশাসন দিবে। যেটাকে গুড গভর্নেন্স বলা হয়, ট্রান্সপারেন্সি বলা হয়। যেটা কোন সরকার দিতে পারে নাই”।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখা আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সভায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা যেহেতু আদর্শিক ভিত্তিতে দল গঠন করি। একটা কোরআনিক সিস্টেম, বিউটি অফ ইসলাম, আল্লাহ’র নবী রাষ্ট্র শাসকদের কোরআনের আদর্শের কথা বলেছেন। আমাদের দলের নেতা-কর্মীরা সেই আদর্শ ধারণ করি। রাষ্ট্র গড়ার স্বপ্ন যেহেতু আমরা দেখি তাই দুর্নীতি, লুটপাট, অসততা এর থেকে আমাদের দল এবং আমাদের আদর্শকে মুক্ত রাখার চেষ্টা করি। মানুষ হিসেবে ১০০ ভাগ সঠিক আমরা বলি না, তবে কম্পারেটিভলি যেটা আর ১০/৫ টা দলের সাথে মেলালে আমাদের কম ভুল পাবেন। আমরা নির্ভুল দাবী করি না, কিন্তু তুলনামূলকভাবে দেশকে একটা বেটার সার্ভিস দিব। এ কারণে জনগণের কাছে আমরা দাবি করতে পারি, আশা করতে পারি আমাদের ভোট দেওয়ার জন্য।
সাম্প্রতিক সময় দেশে ধর্ষণ বেড়ে যাওয়া সম্পর্কে তিনি বলেন, “দেশে ইসলামী শাসন নেই। ধর্ষকের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে মাটিতে পুঁতে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা। এক্ষেত্রে ধর্ষণকারী বিবাহিত হলে এক রকম, আর অবিবাহিত হলে আরেক রকম। তবে হত্যা তার শাস্তি। খুনের শাস্তি, চুরির শাস্তি, যেটাকে ক্রিমিনাল ল’ বলা হয়। ইসলামী ফৌজদারী আইন তো আমাদের দেশে নেই। তিনি উদাহরণ টেনে বলেন, একটা ধর্ষণকারীর শাস্তি ফুলতলায় হয়ে গেলে কেয়ামত পর্যন্ত কেউ ধর্ষণ করতে সাহস পাবে না”।
সংগঠনের ফুলতলা উপজেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মাইনুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এমএম