খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

‘আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট হস্তক্ষেপ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে রোববার। প্রস্তাবের পেছনে ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন ইমরান। এবার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পাকিস্তানের তরুণ সমাজকে ‘শান্তিপূর্ণ প্রতিবাদে’ নামতে বললেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শনিবার বিকেলে এক প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল, রেডিও ও ডিজিটাল মাধ্যমগুলোতে প্রায় এক ঘণ্টা ধরে তা সরাসরি সম্প্রচার করা হয়।

প্রশ্নোত্তর পর্বে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনীতি আজ এমন জায়গায় পৌঁছেছে যে, জাতিকে আজ সিদ্ধান্ত নিতে হবে, দেশকে আপনারা কোথায় নিতে চান। যে সমাজ সততা ও ন্যায়ের পক্ষে থাকে, সেই সমাজ নতুন জীবন পায়। কিন্তু কোনো সমাজ যখন নিরপেক্ষ হয়, তারা খারাপকে সমর্থন করা শুরু করে।’

পাকিস্তানে এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে ইমরান খান বলেন, ‘এটা প্রমাণিত যে, সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজনীতিবিদেরা ছাগলের মতো বিক্রি হচ্ছেন। সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র বিদেশে শুরু হয়েছে। আর দেশের ভেতর বিশ্বাসঘাতকেরা বিদেশিদের সাহায্য করছেন।’

এ সময় পাকিস্তানের তরুণদের উদ্দেশে ইমরান বলেন, ‘আপনারা চুপচাপ বসে থাকবেন না। যদি চুপ থাকেন, তাহলে আপনারা খারাপের দলে চলে যাবেন। আমার জন্য না; বরং আপনাদের ভবিষ্যতের জন্য আমি চাই, আপনারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করুন ও আওয়াজ তুলুন।’

তরুণদের প্রতি শনিবার ও রোববার ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ দেখানোর আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য যখন অবৈধভাবে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করল ও ইরাকে হামলা চালাল, তখন দেশটিতে ২০ লাখ মানুষ প্রতিবাদে নেমেছিলেন। সেটা সহিংস ছিল না। একটি হাঁড়িও ভাঙেনি।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁদের (প্রতিবাদকারীদের) সঙ্গে ছিলাম। প্রতিবাদ করতে কোনো রাজনৈতিক দল তাঁদের ওপর জোর খাটায়নি। তাঁরা নিজেরাই রাস্তায় নেমেছিলেন। একটি জাতি যে বেঁচে আছে এটি তারই লক্ষণ।’

পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীকে নিয়ে সমালোচনাকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘দয়া করে মনে রাখবেন, আজ দুটি জিনিস দেশকে ঐক্যবদ্ধ করে রেখেছে। প্রথমটি হলো পাকিস্তানের সেনাবাহিনী। এটি একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী। দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ অনেক দেশই পাকিস্তানের ক্ষতি করার চেষ্টা করছে। অপরটি হলো পিটিআই (ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ)। ’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা ভোটের ফল মেনে নাও নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের যোগসাজশে অনাস্থা ভোটের নকশা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন পাক এই প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ‘পুরো প্রক্রিয়া যখন সুনামহানি করে তখন আমি কীভাবে এই ভোটের ফল মেনে নিতে পারি? নৈতিক কর্তৃত্বের ওপর গণতন্ত্র কাজ করে। এই যোগসাজশের পরে কী নৈতিক কর্তৃত্ব অবশিষ্ট থাকে?’

অনাস্থা ভোটের পদক্ষেপ পাকিস্তানে শাসনব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা বলে অভিহিত করে ইমরান খান বলেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট হস্তক্ষেপ।’

পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগ তুলে গত সোমবার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপর গত বৃহস্পতিবার পরিষদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই তা মুলতবি ঘোষণা করা হয়। রোববার আবার অধিবেশন বসার কথা রয়েছে। এদিনই প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!