খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার ছিল না : সামান্থা

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ২০২২ সালে মায়ো সাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি। রোগ ধরা পড়ার পরে ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র শুটিং করছিলেন অভিনেত্রী।

একদিন সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি এই সিরিজের কলাকুশলীদের নিয়ে এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে স্মৃতিভ্রম পর্যন্ত হয় সামান্থার।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি সকলের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। মুহূর্তে সব যেন অচেনা লাগছিল। কিন্তু এখন ভেবে দেখি, কেউ আমাকে একবারও হাসপাতালে পর্যন্ত নিয়ে যায়নি। এমনকি কেউ একবারও জিজ্ঞেসও করেনি আমাকে।’

এসময় পাশে থেকে ‘সিটাডেল’-এর লেখিকা সীতা মেনন বলেন, ‘আমরা ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম।’ এরপর সামান্থা চিকিৎসকের নাম জানতে চান। উত্তরে সীতা বলেন, ‘কনকাশনের জন্য তোমার কিছুই মনে নেই।’

রসিকতা করে অভিনেত্রী বলেন, ‘আমি তখন অচেতন অবস্থায় পড়ে। তবে শুনতে পাচ্ছিলাম সকলে বলাবলি করছেন, একদিনের জন্যই এই শুটিং সেট নেওয়া হয়েছে। একদিনের মধ্যেই শুটিং শেষ করতে হবে।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে ছাড়াই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম। ভেবেছিলাম, আমি কাজটা করতে পারব না। আমি নিশ্চিত ছিলাম, আমার দ্বারা হবে না। এমনকি অন্য কোন অভিনেত্রীকে এই চরিত্রে নেওয়া যায়, সেটা নিয়েও আলোচনা করেছিলাম।’ কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা এই চরিত্র থেকে সামান্থাকে সরিয়ে দিতে রাজি হননি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!