একের পর এক দুর্দান্ত জয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। যেখানে সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচ বাংলাদেশ লড়বে স্বাগতিক নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি।
সাফের ফাইনাল নিশ্চিতের মধ্য দিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ পৌঁছে গেছে বলে মনে করছেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন। একই সঙ্গে বিগত ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে চাপহীন থেকে খেলে শিরোপা জয়ের ব্যপারেই বেশ আশাবাদী তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘সাফ ফুটবল শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তারপরও আমরা চার ম্যাচে দুর্দান্ত খেলেছি। মেয়েরা ভাল খেলেছে। কোন প্রেসার নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা মানসিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ। মেয়েরা লড়তে প্রস্তুত। গোলকিপারসহ রক্ষণে যারা রয়েছেন তারা ভাল করছেন। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো। নেপাল ভাল ফুটবল খেলে।’
একে তো ঘরের মাঠ, তার ওপর দল শক্তিশালী। সেই সঙ্গে ফাইনালিস্টও। যে কারণে সব দিক দিয়েই হোম ভেন্যুর পূর্ণ সুযোগ পাবে নেপাল। তবে চ্যালেঞ্জিং হলেও জয়ের ধারা ধরে রাখবে বাংলাদেশের মেয়েরা এমনটাই আশা জাতীয় দলের কোচের।
ছোটন বলেন, ‘আশা করি ১৫ হাজার দর্শক আসবে ফাইনালে। এই ক্রাউডে খেলা কিছুটা কঠিন। নেপাল এই সুবিধা পাবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। শেষ চার ম্যাচে যে পারফরম্যান্স করেছে মেয়েরা, সেই একই রিদমে খেলবে ফাইনালেও। নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে কি হয়েছে, না হয়েছে তা নিয়ে ভাবছি না। মেয়েরা ভাল ফুটবল খেলবে। ভারতের সঙ্গে কখনো জিতিনি। এবার তা হয়েছে। কাল আরেকটি দিন। অন্য দিন। যদি মেয়েরা ভালভাবে খেলতে পারে, তাহলে নতুন একটা কিছু দেয়ার চেষ্টা করবে। ইতিহাস সৃষ্ঠি করতে চেষ্টা করবে।’