আবু সাঈদ মো. আবদুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেছেন। তার সেশন ছিল ২০১২-২০১৩ এবং রেজিঃ নং-০৩। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ১২৩তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং ২৫৫তম সিন্ডিকেট সভায় তার এ ডিগ্রি অনুমোদন করা হয়।
তার গবেষণার শিরোনাম ছিল ‘আল-কুরআন মানুষের নিরাপত্তার মৌলিক উৎসকোষ’ (AL-QURAN IS THE FUNDAMENTAL SOURCE OF HUMAN SECURITY) এবং গবেষণার তত্ত্বাধায়ক ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাঃ জালাল উদ্দীন। তিনি একই তত্ত্বাধায়কের অধিনে ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া থেকে ২০০৬-২০০৭ সেশনে এম.ফিল ডিগ্রি লাভ করেন।
তিনি শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৭ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (মাদরাসা) এবং ২০২২ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে এ্যাওয়ার্ড অর্জন করেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে কর্মরত আছেন। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মোঃ জামিন উদ্দীন ও খাদিজা জামিনের চতুর্থ পুত্র।