খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

আবাহনীর জয়ে খুশি মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর জয়ে মুখে হাসি ফুটেছে চির প্রতিদ্বন্দ্বি মোহামেডানের সমর্থকদের। আজ বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকাশী-নীলের জয়ে যে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সাদা-কালোদের! চীর শত্রু যে আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে অনিশ্চিত হয়েছিল মোহামেডানের কোয়ার্টার ফাইনাল, সেই আবাহনীই তাদের নিয়ে উঠে গেলো শেষ আটে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে এ ম্যাচের দিকেই তাকিয়েছিল মোহামেডান।

যদিও আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন কাজ ছিল মুক্তিযোদ্ধার জন্য। খাদের কিনারায় থাকা দলটিকে ২-১ গোলে হারিয়েই আবাহনী উঠে গেছে শেষ আটে, তাদের গ্রুপসঙ্গী চির প্রতিদ্বন্দ্বি মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলের ম্যাচে আবাহনী প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েই ম্যাচটি জিতে নিয়েছে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা শেষ দিকে ১টি গোল দিয়ে হারের ব্যবধান কমিয়ে বিদায় নিলো মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ থেকে।

আবাহনীর জয় দুই বিদেশি আফগানিস্তানের মাসিহ সাইঘানি ও হাইতির বেলফোর্টের গোলে। ৩০ মিনিটে বক্সের মাথা থেকে ফ্রি-কিকে সরাসরি গোল করেন মাসিহ সাইঘানি। জীবনের কর্নার থেকে বেলফোর্ট গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ৬৯ মিনিটে। ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার বদলি মিডফিল্ডার রোহিত সরকার গোল করে ব্যবধান ১-২ করেন।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আবাহনী কোয়ার্টার ফাইনালে। গ্রুপ রানার্সআপ মোহামেডানের পয়েন্ট ৩। কোয়ার্টার ফা্ইনালে আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে, মোহামেডানের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!