মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই দেশের ক্রীড়াঙ্গনে বাড়তি উন্মাদনা। মাঠ ও মাঠের বাইরে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে। তবে প্রতিবারই এই দুই দলের খেলায় বিতর্কের সৃষ্টি হয়, প্রশ্ন উঠে ঢের।
ডিপিএলে গতকাল শুক্রবার আবাহনী-মোহামেডান আবাহনী ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। মাঠেই ক্ষোভে ফেটে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এসব ঘটনার জন্য মাঠে থাকা আম্পায়ার মাহফুজুর রহমান লিটুকে দায়ী করছে মোহামেডান সমর্থক গোষ্ঠী।
শনিবার (১২ জুন) বিকেলে মতিঝিলস্থ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ তোলে তারা।
মোহামেডান সামর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাসিব উদ্দিন বলেন, ‘গত ১০ বছর ধরে আপনারা যারা সাংবাদিকতা করেন, তারা দেখেছেন একই আম্পায়ার লিটুকে (মাহফুজুর রহমান লিটু) মোহামেডান-আবাহনীর খেলা দেওয়া হয় এবং মোহামেডান বিরুদ্ধে সে সিদ্ধান্ত দেয়। যার শিকার হতে হয় মোহামেডানকে। মোহামেডান ক্লাব মাঠে আগে কখনো প্রতিবাদ করেনি, তবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল।’
মাঠে সাকিবের আচরণ দুঃখজনক মেনে নিয়ে তিনি বলেন, ‘সাকিব যে কাজটি করেছে সেটা দুঃখজনক ঘটনা, তবে খেলায় মানসিক চাপের বিষয় থাকে। সাকিবের আচরণ ঠিক হয়নি, তবে দলের অধিনায়ক হিসেবে প্রতিবাদ করবেই এটাও স্বাভাবিক। আর যেভাবে আম্পায়াররা পক্ষপাতিত্ব করছে তাতে অধিনায়ক প্রতিবাদ না জানালে কে জানাবে? এর কারণে সাকিবের কাজটি সঠিক বলেও মনে হয়। একটা ক্লাবের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে যেভাবে অন্যায় হয় তা সবাই দেখেছেন।’
লিটুকে নিয়া প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘লিটু কেন আবাহনী-মোহামেডান ক্লাবের ম্যাচে থাকবে। আর আম্পায়ার নাই? ইন্টারন্যাল ম্যাচে যে সৈকত থাকে, মুকুল থাকে তাদের কেন এসব ম্যাচে দেওয়া হয় না।’
এদিকে, মাঠের অপরাধের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। তার শাস্তি প্রত্যাহার ও আম্পায়ারের শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা।
খুলনা গেজেট/ এস আই