ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান মাঈনুল আহসান নোবেল। গানে দর্শকপ্রিয়তা পেলেও বক্তব্য ও মন্তব্যের কারণে সমালোচিত নোবেল। বিতর্ক যেন পিছু ছুটছে না।
মাঝে মধ্যে নোবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব মন্তব্য করে বসেন যার প্রতিক্রিয়ায় তার ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যায়। এসবের কারণে কিছুদিন আগে ফেসবুকে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নোবেল। পরে আবার সেই ঘোষণা প্রত্যাহার করে নেন।
নোবেল মুখে শুধরানোর কথা বললেও বাস্তবে ঠিক তার উল্টো। যেটির প্রমাণ তার সাম্প্রতিক পোস্ট। বুধবার নারী-পুরুষের অধিকার নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল। সেখানে তিনি দাবি করেছেন, স্ত্রীর দ্বারা সমাজের ৮০ ভাগ স্বামী নির্যাতনের শিকার হচ্ছে।
পোস্টে নোবেল লেখেন, ‘ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানষিক নির্যাতনের স্বীকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।”
নোবেলের এই পোস্টকে কেউ কেউ সমর্থন করলে বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় এক ধরনের ট্রল শুরু হয়েছে। নোবেলের এমন অভিমত প্রকাশে রীতিমতো দ্বিধাবিভক্ত নেটিজেনরা। কমেন্ট আর রিঅ্যাকশনের বন্যায় ভাসছে পোস্টটি। তার এই পোস্টের নিচে অনেকেই নোবেলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার স্ট্যাটাসটিকে ফান হিসেবে উপভোগ করেছেন।
খুলনা গেজেট/এমএইচবি