পাকিস্তান ও দুবাইয়ে হওয়া সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এক বছর পর জাতীয় দলে ফিরেছিলেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। চোট কাটিয়ে ফেরার পর বল হাতে দারুণ ছন্দ দেখালেও সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্মহীন এই ডানহাতি বোলার। চলমান আইপিএলে খুব একটা আলো ছড়াতে পারছেন না। এরই মাঝে ভারত জাতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফরে শামির বাদ পড়ার গুঞ্জন উঠেছে।
আগামী ২০ জুন থেকে ইংলিশদের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়ে তারা রোহিত শর্মা পরবর্তী নতুন অধিনায়কের অধ্যায় শুরু করতে চায়। এরই মাঝে আলোচনার টেবিলে ঝড় তুলছে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক একই সময়ে শামির ফর্ম নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিসিসিআইয়ের এক মুখপাত্র। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আসন্ন সিরিজে এই অভিজ্ঞ তারকা বাদ পড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। যেখানে তিনি বলেন, ‘দলে এখন পর্যন্ত শামির জায়গা পাকা নয়। ভারত জাতীয় দলে সে কয়েক মাস আগে ফিরেছে। কিন্তু এখনও পুরো ছন্দে দেখা যায়নি তাকে। ভারতীয় দল নির্বাচনের সময় আইপিএলের ফর্ম বিবেচনা করা হয় না, কিন্তু শামি রান-আপ শেষ করতে সমস্যায় পড়ছে। ওর বল উইকেটরক্ষকের কাছে পৌঁছাচ্ছে না। আগে এটা দেখা যেত না। একটা স্পেল শেষ করেই শামি সাজঘরে ছুটছে। এভাবে টেস্ট খেলা যায় না।’
বর্তমানে টেস্টে ভারতের প্রধান দুই পেস অস্ত্র বলতে জাসপ্রিত বুমরাহ ও শামি। কিন্তু ইংল্যান্ড সফরে তাদের দুজনকে নিয়েই অনিশ্চয়তা রয়েছে। বুমরাহ কিছুদিন আগে মাত্র চোট সারিয়ে আইপিএলের ফিরেছেন। তাকে ভালো ছন্দে দেখালেও পাঁচ টেস্টের ধকল সামলানো তার পক্ষে অসম্ভব। এই পরিস্থিতিতে নির্বাচকরা ভেবেছিলেন শামি ও বুমরাহের মধ্যে অন্তত একজনকে পাঁচ টেস্টে খেলাবেন। এখন সেই পরিকল্পনায়ও সমস্যা হচ্ছে নির্বাচকদের।
শামির বাদ পড়ার সম্ভাবনা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা ছিল শামি ও বুমরাহ’র মধ্যে যাতে একজন পাঁচটা টেস্ট খেলতে পারে সেটা নিশ্চিত করা। কিন্তু যদি বুমরাহকেও বিশ্রাম দিতে হয় এবং শামি খেলতে না পারে তাহলে আমাদের সমস্যা হবে। শামির কী সমস্যা হচ্ছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে। ও যদি পুরো ছন্দে ফিরতে না পারে তাহলে ইংল্যান্ড সফরে হয়তো ওকে নেওয়া হবে না।’
এদিকে, টেস্ট ফরম্যাটে মোহাম্মদ সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও উদ্বেগ রয়েছে ভারতের। বোর্ডার-গাভাস্কার সিরিজে তার ফর্ম দেখে বাদ দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর থেকে। তবে চলমান আইপিএলের ফর্মের জেরে হয়তো ইংল্যান্ড সফরে সিরাজের সুযোগ মিলতে পারে। তবে তার জায়গা না হলে বিকল্প হিসেবে যশ দয়াল, খলিল আহমেদ, আর্শদীপ সিংহদের নিয়ে ভাবছে বিসিসিআই। আগামী ২৩ মে ঘোষণা করা হতে পারে ইংল্যান্ড সফরের ভারতীয় স্কোয়াড। তার আগে ভারতের পেস আক্রমণের এই সমস্যা মেটাতে হবে নির্বাচকদের।
খুলনা গেজেট/এনএম