খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

আবারও অধিনায়ক পাল্টাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

গত নভেম্বরে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারানোর ভয়ে নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম।

বাবর আজম পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন। দেশটির তারকা এই ব্যাটসম্যান নেতৃত্ব ছেড়ে দেওয়ায় টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক করা হয় শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদিকে।

আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। আগে থেকেই টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন তারকা অলরাউন্ডার শাদাব খান।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ থেকে ২১ জানুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শাহিন আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রিজওয়ান।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ রিজওয়ান বলেন, পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। আমি দলের সাফল্যে অবদান রাখতে অধিনায়ক, কোচিং স্টাফ এবং আমার সতীর্থদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

রিজওয়ান পাকিস্তানের হয়ে ৮৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি আর ২৫টি ফিফটির সাহায্যে ইতোমধে ২ হাজার ৭৯৭ রান করেছেন।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক) আমির জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসামা মীর ও জামান খান।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!