খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

আবনায়ে উসওয়ায়ে হাসানার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা শহরের প্রাণকেন্দ্র বয়রা রায়ের মহলে খুলনার ওলামা অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ মুফতী জিহাদুল ইসলামের  প্রতিষ্ঠিত জামিআ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মাদ্রাসা থেকে পাশ করা হাফেজ মাওঃ মুফতী সাহেবদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ আবনায়ে উসওয়ায়ে হাসানা’ নামের একটি সংগঠন। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে মুফতিয়ানে কেরামগণ উপস্থিত হন।

পরামর্শ সভায় সকলের হাফেজ মাওঃ মুফতী আবু ইউসুফকে সভাপতি ও হাফেজ মাওঃ মুফতি মঈনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিসহ অত্র প্রতিষ্ঠান থেকে ফারেগী পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম আগামী ২৭ ফেব্রুয়ারি মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগদান করবেন বলে সম্মত হন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত বুযুর্গ আলিম আল্লামা খালিদ সাইফুল্লা আইয়ুবী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কওমী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র তথ্য সমৃদ্ধ আলোচক আল্লামা আঃ বাছেদ খান সিরাজীসহ আরও বহু ওলামায়ে কেরাম। এলাকার সর্বস্তরের জনগণের নিকট মাহফিলটি সুন্দরভাবে সফল করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সকলের কাছে সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!