আরব আমিরাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের যুবাদের রীতিমতো লজ্জাই দিয়েছে তারা। ১৫৮ রানের বড় হারে দুই ম্যাচের সিরিজে বাজে সূচনা করে বাংলাদেশ।
সোমবার (১৩ মার্চ) আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সোহাইল খান জুমরাতির অপরাজিত শতকে ৬ উইকেটে ২৭১ রান করে দলটি। ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ১১৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এদিন, আফগানিস্তানের ইয়ামা আরব-ফারিদুন দাউদজাইয়ের তোপের মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের যুবারা। টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জিসান আলম। ৬টি চারে ২৩ বলে এই রান করেন তিনি।
শিহাব জেমস ১৭ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান-শাহরিয়র আকিব আউট হন সমান ১০ রান করে। চারজন আউট হন রানের খাতা খোলার আগেই। বাকিরা দুই অঙ্কের ঘর পার হওয়ার আগেই ফেরেন সাজঘরে।
আফগানিস্তানের ইয়ামা আরব ৬.৫ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন দাউদজাই আর নাসির হাসান পান ২ উইকেট।
খুলনা গেজেট/ এসজেড