তালেবান যোদ্ধারা আফগানিস্তান জয় করার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করতে বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রায় ২০ বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের অল্প কয়েক দিনের মধ্যেই পুরো দেশটি দখল করে নেয় তালেবান।
ট্রাম্প রোববার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানে বাইডেন যা ঘটতে দিয়েছেন, তার জন্য তার উচিত লজ্জায় পদত্যাগ করা।
তালেবান বাহিনী রোববার কাবুলে প্রবেশ করে। আর মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ করার কথা ছিল ৩১ মের মধ্যে। কিন্তু এর ১৫ দিন আগেই তালেবান বাহিনীর হাতে চলে এলো আফগানিস্তান।
তবে ট্রাম্পের আমলেই তালেবানের সাথে যুক্তরাষ্ট্র ২০২০ সালে দোহায় একটি চুক্তি করেছিল। তাতে ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ছিল। এর বিনিময়ে গ্রুপটি বিভিন্ন ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল।
সূত্র : আল জাজিরা
খুলনা গেজেট/কেএম