আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: টোলো নিউজ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, বৃষ্টি ও তুষারপাতে ১ হাজার ৬৪৫টি ঘর-বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ গবাদি পশু মারা গেছে।
গত ফেব্রুয়ারিতে নুরিস্তান প্রদেশের একটি পাহাড়ি গ্রামে তুষার ধসে অন্তত ২১ জন নিহত হয়। এছাড়াও, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে রাজধানী কাবুলের সংযোগকারী সালং পাসটি বেশ কয়েকদিন ধরে প্রবল তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য প্রদেশেও বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে।
খুলনা গেজেট/এনএম